মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিলের চাল, ডাল কেনার সময় আড়ৎদারের কাছে বিক্ষোভ দেখালেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার কাকভোরে ঘটনাটি ঘটেছে নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুর বাজারে। ঘটনায় জানা গেছে,একটি টোটো গাড়িতে অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিলের চার বস্তা চাল,তিন বস্তা ডাল লোহাপুর স্টেশন সংলগ্ন কার্তিক ভকতের আড়ৎতের সামনে রেখে টোটো গাড়ি থেকে নামিয়ে চলে যায়। আড়ৎতের সামনে থাকা চায়ের দোকানে বসা কয়েকজন প্রত্যক্ষদর্শী আইসিডিএস লেখা বস্তা দেখে তাদের সন্দেহ হয়। প্রত্যক্ষদর্শীরা আড়ৎদার কার্তিক ভকতকে জেরা শুরু করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রায়দিন এই আড়ৎদরের কাছে আইসিডিএস এর মিড ডে মিলের চাল ডাল কেনাবেচা হয়। এদিন তা দেখে প্রত্যক্ষদর্শীদের মধ্যে পূর্বেকার সন্দেহ ঘনীভূত হয়ে আড়ৎদরের কাছে জানতে চান, আইসিডিএস এর বস্তা ভর্তি মালগুলো কারা এনেছেন? আড়ৎদার নাম না বললেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বারা মীরপাড়া আইসিডিএস সেন্টার থেকে বস্তা ভর্তি মিড ডে মিলের সামগ্রী আড়তে বিক্রির জন্য পাচার করা হয়েছে। আড়ৎদার কার্তিক ভকতের অভিযোগ,কে বা কারা বস্তা ভর্তি সরকারি মাল আড়তের সামনে রেখে গেছেন তিনি কিছুই জানেন না।বিক্ষোভের খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনা স্থল থেকে বস্তা ভর্তি চাল ডাল তুলে নিয়ে যান। নলহাটি দু’নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী বলেন,পুলিশ তদন্ত করে দেখছে কোন আইসিডিএস সেন্টারের কর্মী জড়িত। তদন্তের পর সরকারি মাল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct