আপনজন ডেস্ক: নাবালককে অপহরণ করে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানোর অভিযোগে হুলস্থূল কাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরে। এক প্রবীণ পুলিশ অফিসার শুক্রবার জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বছর ১২-এর এক নাবালককে অপহরণ করে তাকে অন্যত্র নিয়ে গিয়ে নগ্ন করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে আরও তিন নাবালকের বিরুদ্ধে। তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। আক্রান্ত নাবালক স্টার স্কয়ারের কাছে খেলছিল। সেসময় অভিযুক্তদের মধ্যে একজন তার কাছে এসে তাকে অন্য জায়গায় নিয়ে যায়। অত্যাচারিত নাবালক পুলিশকে জানিয়েছে, মহালক্ষ্মী নগর এলাকায় একটি ফ্লাইওভারের কাছে পৌঁছানোর পর আরও একটি ছেলে তাদের সঙ্গে যোগ দেয়। দু’জনেই তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছিল। তারা তাকে মারধর করে ও নগ্ন হতে বাধ্য করে বলে অভিযোগ। সে পালাতে সক্ষম হয় এবং বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি তার বাবা-মাকে বর্ণনা করে। এরপর বাবা-মা তাকে নিকটবর্তী থানায় নিয়ে যান এবং বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে ইন্দোর পুলিশ। অভিযুক্ত তিন নাবালকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় কিছু নাবালক ভিন ধর্মের নাবালককে নগ্ন করে তাকে জোর করে ধর্মীয় স্লোগান বলাচ্ছে। ভিডিওটি সামনে আসার পর, ইন্দোর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই নাবালক তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। ইন্দোরের ডিসিপি সুরজ ভার্মা বলেছেন, ওই নাবালককে হেনস্থা করার পাশাপাশি নাবালককে দিয়ে জোর করে জয় শ্রী রাম, জয় মহাকাল ধ্বনির পাশাপাশি হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদের মতো স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনার একটি ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযুক্ত নাবালকরা, যা ভাইরাল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct