আপনজন ডেস্ক: বীরভূমের সিউড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন নির্দষ্টি মেয়াদের আগেই মমতার সরকার ভেঙে পড়বে ও অভিষেককে মুখ্যমন্ত্রী করার ‘স্বপ্ন’ অচিরেই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করলেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য টাকার কথা অমিত শাহকে মনে করিয়ে দিলেন অভিষেক। শুক্রবার সন্ধ্যায় ট্যুইট করে অভিষেক বললেন, ‘আমার অস্তিত্ব যদি আপনাকে এতই যন্ত্রণা দেয়, তাহলে রাজ্যের প্রাপ্য ১.১৫ লক্ষ কোটি টাকা দিয়ে দিন। আমি রাজনীতি থেকে সরে যাব।’ উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের বকেয়া টাকা বঞ্চনার অভিযোগ তুলে সম্প্রতি দিল্লিতে ধরনায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে গিয়েছিলেন অভিষেকও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায়, তখনও সেই বঞ্চনার কথা মনে করিয়ে প্রাপ্য চাইলেন অভিষেক।শুক্রবার বীরভূমের সভায় দাঁড়িয়ে অভিষেকের নাম না করে অমিত শাহ বলেছেন, ‘মমতা যতই স্বপ্ন দেখুন যে তাঁর ভাইপো পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, আমি বীরভূমে দাঁড়িয়ে বলে যাচ্ছি বিজেপি নেতাই হবেন মুখ্যমন্ত্রী।’ শুধু তাই নয়, ২০২৬-এর আগে অর্থাৎ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূলের সরকার শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। এরপরই টুইটে জবাব দিয়েছেন অভিষেক। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের বকেয়া টাকা সহ বিপুল বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি এই দাবিতেই ধরনায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেকও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায়, তখনও সেই বঞ্চনার কথা মনে করিয়ে প্রাপ্য চাইলেন অভিষেক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct