আপনজন ডেস্ক: ২০২৪ সালে পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি লোকসভা আসনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদী যদি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে ২০২৫ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে পড়বে। বীরভূমের সিউড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তার এই আশা ব্যক্ত করেন। যদিও সুকান্ত মজুমদারের মতো বিজেপির রাজ্য নেতারা এখনও পর্যন্ত আগামী সাধারণ নির্বাচনে রাজ্য থেকে ২৫টি আসনের দিকে নজর দেওয়ার কথা বলছেন, যা ২০১৯ সালে দলের ১৮টি আসনের তুলনায় সাতটি আসন বেশি। কিন্তু অমিত শাহ তার থেকে আরও ১০টি আসনের বর্ধিত লক্ষ্যের বার্তা দিলেন। যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, একুশের ভোটের আগে ২০০ আসন বিজেপি পাবে বলে দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু তা হয়নি। তাই তার কথার কোনও সারবত্তা নেই। তবে, অমিত শাহ এ রাজ্যে ৩৫টি লোকসভা আসন জিতলে মমতা সরকার আগে পড়ে যাবে এই ভবিষ্যৎবাণীর পাশাপাশি তিনি ফের সাম্প্রদায়িক শক্তির পক্ষে সওয়াল করলেন। অমিত শাহ সম্প্রতি রাম নবমিকে কেন্দ্র করে যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় তাতে একপ্রকার ইন্ধন যোগান। তাই তিনি জনগণের প্রতি আহ্বান জানান, ‘নরেন্দ্র মোদিকে ফের জেতান, রামনবমীর মিছিলে হামলা করার সাহস কেউ পাবে না।’ সিউড়ির বেণীমাধব হাইস্কুল ময়দানের জনসভা থেকে অমিত শাহ বলেন, মোদীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা কেবল বাংলা থেকে মমতাকে অপসারণের বৃহত্তর চিত্রের ট্রেলার হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের তৃতীয় মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তাই রাজ্য সরকারের সমালোচনা করাকেই বেছে নেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়কেই যৌথভাবে আক্রমণ করেন অমিত শাহ। অমিত শাহ বলেন, দিদি-ভাইপোর অপরাধ বন্ধ করার একমাত্র উপায় হল বিজেপিকে ক্ষমতায় আনা। একমাত্র বিজেপিই সহিংসতা, অবৈধ অভিবাসন, গরু চোরাচালান এবং দুর্নীতি বন্ধ করতে পারে, যা এই রাজ্যকে নীচে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি বাংলার যুবকদের নিয়ে মাথা ঘামাচ্ছেন না, যারা কর্মসংস্থানের জন্য ছুটছেন। তাঁর একমাত্র লক্ষ্য তাঁর ভাগ্নেকে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করা। সেই সঙ্গে অমিত শাহ বলেন, তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তুষ্টকরণ নীতির কারণেই বাংলায় রামনবমীর সহিংসতা ঘটেছে। বিজেপিকে ক্ষমতায় আনুন, রামনবমীর সমাবেশে হামলা করার সাহস কারও থাকবে না। তবে, কোন যাদু বলে মেয়াদ শেষের আগে মমতার সরকার পড়ে যাবে, তা অবশ্য খোলসা করে বলেননি অমিত শাহ। যদিও তার মন্তব্যে লোকসভা ভোটের আগে ৩৫৬ ধারা জারির আশঙ্কা জিইয়ে থাকল। তাই কুনাল ঘোষ বলেন, ২৫-এ জনগণ দ্বারা নির্বাচিত মমতা সরকারের পতন হবে বলে বুঝিয়ে দিলেন চক্রান্ত চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct