এহসানুল হক, বসিরহাট, আপনজন: ঈদুল ফিতর নামাজ রাজ্যের বিভিন্ন জায়গায় যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান। এদিন ফ্রন্টপেজ একাডেমির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় হাড়োয়া রেলস্টেশনের পার্শ্ববর্তী এলাকার ফ্রন্টপেজ একাডেমিতে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক আলী আকবর, বিশিষ্ট সমাজসেবী মাওলানা আলমগীর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতারের পূর্ব মুহূর্তে আগত মুসলিম ভাইদের উদ্দেশ্যে কামরুজ্জামান বলেন, ঈদুল ফিতর নামাজ যাতে সুষ্ঠুভাবে সারা রাজ্যে পালিত হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি । পাশাপাশি তিনি বলেন, রাম নবমীকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বুকে হিংসাত্মক ঘটনা ঘটেছে। সেইসব কেন্দ্রগুলি চিহ্নিত করা হোক এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হোক যাতে পবিত্র ঈদুল ফিতরের দিনে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না ঘটে । এছাড়া, কলকাতার নিউ টাউন এলাকায় বিভিন্ন জায়গায় মসজিদ নেই। সেই সব জায়গায় যাতে মানুষ ঈদের নামাজ আদায় করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করার আবেদন জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct