নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পতাকা শিল্প গোষ্ঠী রমজান এলে দুঃস্থদের সেবায় নিয়োজিত হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড-এর কর্ণধার জিডি চেরাটেবল সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোস্তাক হোসেনের সহযোগিতায় বস্ত্র বিতরণী অনুষ্ঠান হল হুগলির নাবাবিয়া মিশন প্রাঙ্গণে। এদিন ৫০০ জন গরিব মানুষের হাতে বস্ত্র উপহার ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবার জানান আমাদের এই কর্মসূচি ২৯ শে রমজান পর্যন্ত চলবে। এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। বস্ত্র তুলে দেন পীরজাদা আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী, সৈয়দ সাজ্জাদ হোসেন, নাসিম খান সহ বিশিষ্ট জনেরা। আকবার জানান, মূলত এই ধরনের কর্মসূচি সারা বছর ধরে মিশন প্রাঙ্গণে ও বিভিন্ন এলাকায় গিয়ে হয়ে থাকে। এছাড়া শিক্ষার্থীদের বুকস স্কলারশিপ বস্ত্রহীনদের কাপড় চিকিৎসার জন্য অর্থ মেডিসিন কিনে দেওয়া বিভিন্ন ছোট প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য বিভিন্ন সহৃদয় ব্যক্তির সহযোগিতা নিয়ে এ আয়োজন মিশন করে থাকে। সর্বোপরি মোস্তাক হোসেনের উদার হস্তে দানের জন্য এই সমস্ত কাজ সম্ভবপর হচ্ছে বলে মন্তব্য করেন মিশনের সম্পাদক সেখ শাহিদ আকবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct