বাবলু প্রামানিক, জয়নগর, আপনজন: সুন্দরবন পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম কেল্লা পর্যটন কেন্দ্র যা যাওয়ার একমাত্র রাস্তা ধোসা থেকে কেল্লা পর্যন্ত । যা এই ১৮ কিলোমিটার রাস্তা বেহাল দসার কারণে কমছে পর্যটক এমনটাই দাবি করেছিলেন পর্যটন ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ মানুষ।এই রাস্তাটি সুন্দরবন ভ্রমণকারীদের অন্যতম একটি পর্যটন কেন্দ্র যা ধীরে ধীরে একটি পিকনিক স্পটের আকার ধারণ করেছিল কিন্তু রাস্তা খারাপের কারণে পর্যটকের আনাগোনা অনেকটাই কমে গেছিল। সেই রাস্তা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী উপস্থিতিতে জয়নগরের ধোসা বাজার থেকে কুলতলীর কেল্লা বাজার পর্যন্ত ১৮ কিমি রাস্তার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্যসভার সাংসদ সুভাশিষ চক্রবর্তী ও বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী, বারুইপুর ব্লকের যুব সভাপতি রবিউল হক বৈদ্য। এছাড়া ছিলেন প্রশাসনের একাধিক থেকে প্রশাসনিক কর্তারা। মন্ত্রী পার্থ ভৌমিক বলেন এই রাস্তা দীর্ঘ ৩০ বছর সংস্কার হয়নি, এই রাস্তা ও দুটি সেতু তৈরি হলে দুই বিধানসভার কয়েক হাজার মানুশের উপকার হবে, বিশেষ করে কৃষকদের, এই রাস্তা হলে এলাকার কৃষকদের এবং যাতায়াতের যেমন সুবিধা হবে, তেমন কৃষিজাত পণ্য নিয়ে যেতেও অনেক সুবিধা হবে। দীর্ঘ দিন এই রাস্তা সংস্কার না হওয়ার কারণে দীর্ঘ পথ অতিক্রম করে যেতেহত এলাকার মানুষের, ১৮ কিমি রাস্তার জন্য প্রায় ১৯ কোটি টাকা খরচা হবে, আগামী এক বছরের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ হবে বলে জানান মন্ত্রী। এই নিয়ে খুশি ধোসা এলাকার সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct