নকিবউদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: তীব্র তাপদাহে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ। গ্রামজুড়ে অসুস্থ শিশু মহিলা ও পুরুষ। আতঙ্কে ডায়মন্ড হারবার থানার চাঁদনগর মল্লিকপাড়া এলাকার বাসিন্দারা। জানা যায়, গত সোমবার রাত থেকে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের চাঁদনগর মল্লিকপাড়া এলাকায় হঠাৎ ডায়ারিয়াতে আক্রান্ত হতে এলাকার বাসীন্দারা। পরে তাদেরকে চিকিৎসার জন্য সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বেশকিছু আক্রান্তদের চিকিৎসা করা হলেও বাকিদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমনকি অনেকেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যরা ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছেন। তবে হঠাৎ কেন এভাবেই গ্রামের মানুষজন ডায়েরিয়া তে আক্রান্ত হচ্ছেন তার কারন কেউ বুঝে উঠতে পারছেন না। অবশ্য গ্রামের মানুষজন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।পাশাপাশি এলাকায় হঠাৎ কেন ডায়েরিয়ার প্রকোপ দেখা দিল তার উত্তর কারোর জানা নেই। অবশ্য ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত সুকুল জানান, তীব্র গরমে নানান সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য দপ্তর সবরকম ব্যবস্থা নেওয়া রয়েছে পাশাপাশি ডায়েরিয়ার প্রকোপের ঘটনায় ইতিমধ্যেই একটি প্রতিনিধি টিম গ্রামে পাঠানো হয়েছে এবং সামগ্রিক ঘটনার উপর নজরা রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct