অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে দক্ষিণ বঙ্গ সহ উত্তরের বিভিন্ন জেলা। এমত অবস্থায় পড়ুয়াদের কথা ভেবে প্রাথমিক বিদ্যালয় সকালে করার দাবি তুললেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন তাঁরা আলাদা আলাদা ভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর নিকট আবেদন জানিয়েছেন এবং স্মারকলিপি তুলে দিয়েছেন। উল্লেখ্য, বিগত কয়েকদিন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। স্বভাবতই তীব্র গরমে কষ্ট হচ্ছে পড়ুয়াদের। বেশি কষ্টে প্রাথমিকের পড়ুয়ারা। এমত অবস্থায় পড়ুয়াদের কথা ভেবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুকলাল হাঁসদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এই দাবী পত্র সংশ্লিষ্ট দফতরে জমা দেন। এবিষয়ে সংগঠনের গঙ্গারামপুর উত্তর চক্রের সার্কেল সভাপতি তমাল কর বলেন, ‘তীব্র গরমে পড়ুয়াদের হাঁসফাঁস অবস্থা। সংগঠনের তরফে আজ আমরা প্রাথমিক বিদ্যালয় সকালে(মর্নিং শিফ্টে) করার দাবিতে আলাদা আলাদা ভাবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর নিকট আবেদন জানিয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct