ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনের স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হল বুধবার। হাজারের অধিক মানুষ জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এই ইফতার মজলিশে সমবেত হতে দেখা যায়। এই প্রথম মগরাহাটের বুকে ইফতার মজলিশে এত বিশাল মানুষের একত্রিত হতে দেখা যায়। মূলত মগরাহাট-২ নম্বরপঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেলিম লস্কর এর উদ্যোগে এই ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ কুমার হালদার, সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক আবল কাশেম রাসুলি ও নুরুজ্জামান লস্কর প্রমুখ।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct