নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ইফতার মজলিশ উপলক্ষে এক মনোজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হল বুধবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরর ইফতার কমিটি আয়োজিত ওই সেমিনারের বিষয় ছিল: ‘আদম থেকে মুহাম্মদ (সা.): ইসলামে নবুওয়াতের উত্তরাধিকার।’ সেমিনারে প্রায় সব বক্তাই মানবতাবাদ তথা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। সর্ব ধর্ম সমন্বয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার ডাক দেন। এদিনের সেমিনারে প্রারম্ভিক বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আয়াতুল্লাহ ফারুকি। তিনি বলেন, হজরত মুহাম্মদ সা. আল্লাহর সর্বশেষ প্রেরিত দূত। তার জীবনাচরণে মানবতাবাদের বার্তাই ফুটে ওঠে। কুরআনের বাণীতে ‘তোমার ধর্ম তোমার কাছে’ বলা হয়েছে। তাকে পাথেয় করে মুহাম্মদ সা. সমগ্র পৃথিবী জুড়ে এক অনুকরণীয় ব্যক্তিত্ব। সেই পথ শুধু শান্তি নয় মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের পথ প্রদর্শক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহা মঞ্জু বসু বলেন, এ ধরনের অনুষ্ঠানে তার এই প্রথম যোগদান। তিনি বলেন, পৃথিবীর প্রথম মানব আদম। তার পর মনুষ্য সমাজে নানা মনীষী নানা বার্তা নিয়ে এসেছেন। হজরত মুহাম্মদ সা. যেমন মানবতাবাদের কথা বলেছেন, তেমনি স্বামী বিবেকানন্দও জীবে প্রেম করার বার্তা দিয়েছেন। সম্প্রীতি ও মানবতার যে বার্তা বিভিন্ন ধর্মে যে দেওয়া হয়েছে তাকে পাথেয় করে এগিয়ে চলার আহ্বান জানান।
সর্ব ধর্ম বিশারদ আলিমুদ্দিন রাসূল মুহাম্মদ সা.-এর মানবতাবাদ ও তার অস্তিত্বের কথা অন্য ধর্মগ্রন্থেও যেভাবে পরোক্ষভাবে নির্দিষ্ট করা হয়েছে তা তুলে ধরেন। এ ব্যাপারে তিনি বেদ, উপনিষদের বাণী বারে বারে তুলে ধরে সেই ছত্রে ছত্রে মুহাম্মদ সা.-এর উপস্থিতির অনুপম ব্যাখ্যা করেন। এক স্রষ্টা ও তার প্রেরিত রাসূল মুহাম্মদ সা. যে বিশ্ববন্দিত. আর তিনি সকল মানুষের, সকল ধর্মের প্রতিনিধি সেই মর্মার্থ তুলে ধরেন আলিমুদ্দিন। সেন্ট জেভিয়ার্সের অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, সেমিনারের প্রাসঙ্গিকতায় বলেন, নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার কোনও ভ্যাকসিন থাকত, তাহলে দুর্নীতি থাকত না। তাই আত্মনিয়ন্ত্রণের জন্য এই রোজা মানুষকে পরিশুদ্ধ করে তোলে। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডা. মমতাজ সংঘমিতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট মহারাজ ছাড়াও দৈনিক আপনজন-এর সম্পাদক জাইদুল হক প্রমুখ। সেমিনারের সভাপতিত্ব করেন দ্বীনি মুয়াল্লামা কলেজের কর্ণধার সেখ হায়দার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুল রহমান। সেমিনারের পর ওপেন থিয়েটার হল-এ ইফতার মজলিশের আয়োজন করা হয়। প্রায় হাজার তিনেক মানুষ এক সঙ্গে ইফতার মজলিশে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত ইফতারের শেষে নামাজ পাঠেরও ব্যবস্থা করা হয়। ইমামতি করেন মনিরুল ইসলাম। সেমিনার ও ইফতার মজলিশ সহ সমগ্র অনুষ্ঠানের মূল তত্ত্বাবধায়ক ছিলেন সায়েদুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct