আপনজন ডেস্ক: কয়েক দিন ধরে গুঞ্জন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আল নাসর কোচ রডি গার্সিয়ার। সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পরই মূলত সামনে আসে রোনাল্ডো ও গার্সিয়ার দ্বন্দ্বের খবর। সেই দ্বন্দ্ব এবং মাঠে বাজে পারফরম্যান্সের জেরে আল নাসর নাকি গার্সিয়াকে ছাঁটাইও করে ফেলেছে। আল নাসর আনুষ্ঠানিকভাবে কোচ ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত না করলেও মার্কাসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম গার্সিয়াকে ছাঁটাই করার খবর দিয়েছে। কেউ কেউ অবশ্য বলছে, আল নাসর গার্সিয়াকে চাকির বাঁচানোর জন্য এক ম্যাচের সুযোগ দিয়েছে। মার্কা বলছে, ড্রেসিংরুমে কোচ ও খেলোয়াড়দের সম্পর্কের অবনতির কারণেই মূলত বাদ দেওয়া হয়েছে রুডি গার্সিয়াকে। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস অবশ্য এক ধাপ এগিয়ে গিয়ে আল নাসরের ভবিষ্যৎ কোচ হিসেবে জোসে মরিনিওর নামও জানিয়ে দিয়েছে। আর পর্তুগিজ কোচকে পেতে আল নাসর নাকি দুই মৌসুমের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। সৌদি প্রো–লিগে অনেকটা খুঁড়িয়ে চলছে আল নাসর। এক ম্যাচে সাফল্য মেলে তো পরের ম্যাচে ব্যর্থতা। আর দলের ধারাবাহিকতার অভাবের জন্য রোনাল্ডো দায়ী করেছেন গার্সিয়াকে। এ ছাড়া গার্সিয়ার কৌশলও নাকি রোনাল্ডোর পছন্দ হচ্ছে না। আর এসব কারণেই গার্সিয়াকে ছাঁটাইয়ের পথে হাঁটছে আল নাসর। এর আগে কোচ এরিক টেন হাগের সঙ্গে বনিবনা না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে আসেন পর্তুগিজ মহাতারকা। মার্কা অবশ্য বলছে, শুধু খেলোয়াড়দের অসন্তোষই নয়, গার্সিয়ার কাজ নিয়ে খুশি নিয়ে ক্লাব কর্তৃপক্ষও। তাঁর ওপর আল নাসরের যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই ফ্রেঞ্চ কোচ। লিগে ২৩ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৫৩। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ। শিরোপা জিততে হলে লিগে হাতে থাকা বাকি ৭ ম্যাচ থেকে পয়েন্টের ব্যবধান ঘোচাতে হবে আল নাসরকে। গার্সিয়ার ছাঁটাইয়ের পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে আল নাসরের সম্ভাব্য নতুন কোচ কে হবেন তা নিয়েও। এএসসহ একাধিক ইউরোপিয়ান সংবাদ বলছে, মরিনিওকে পেতে এরই মধ্যে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল নাসর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct