এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মজলিশ। মঙ্গলবার শ্রীকৃষ্ণপুরের নুরপুর মাঠে ওই ইফতার মজলিসে অংশগ্রহণ করেন অশোকনগরের কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলিমরা, পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইফতার মজলিসের মুখ্য উদ্যোক্তা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এ দিন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য ইফতার এর ব্যবস্থা করেছি। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার। তাই সকল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলার মানুষের মেলবন্ধন অটুট থাকবে।’ রামনবমীর মিছিল ঘিরে সাম্প্রতিক সময়ে রাজ্যে সহিংসতার ঘটনা নিয়ে নারায়ণ গোস্বামী বলেন, এই বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই, আমারা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই। যারা আমাদেরকে বিভাজিত করার চেষ্টা করছে সেই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিধায়ক নারায়ণ গোস্বামী। এ দিনের ইফতার মজলিসে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব সাহিম উদ্দিন সিদ্দিকী, তিনি বক্তব্য রাখতে গিয়ে ধর্মীয় আলোচনার পাশাপাশি সম্প্রীতির বার্তা দেন। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলেই দোয়ায় সামিল হন। দোয়া করেন পীরজাদা আলহাজ্ব সাহিম উদ্দিন সিদ্দিকী।
বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এ দিন বক্তব্য রাখতে গিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ ইফতার মজলিসে উপস্থিত হয়ে বলেন, ‘বাংলায় বিভাজনের কোনো স্থান নেই, বর্তমানে একটি শ্রেণী যেভাবে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে হিন্দু মুসলিম ভাগ করছে তা শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মাটি সম্প্রীতির মাটি এখানে কেউ কাউকে বিভাজন করতে পারবে না। বাংলার সংখ্যালঘুরা মমতার পাশেই আছেন বলে মন্তব্য করেন একেএম ফারহাদ। বিধায়কের উদ্যোগে ইফতার মজলিশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ সপ্তর্ষী ব্যানার্জী, দলীয় নেতৃত্ব বৃন্দাবন ঘোষ, আরসাদ-উর-জামান, রতন দাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct