এহসানুল হক, বসিরহাট, আপনজন: ২২ লাখ টাকা আত্মসাদের অভিযোগে বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকের দফতরের হিসাবরক্ষককে গ্রেফতার করল পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। সরকারি অর্থ আত্মসাদের অভিযোগে বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিকের দফতরের সি এম ও এইচ হিসাবরক্ষকে গ্রেফতার করল পুলিস। আজ কাজি আব্দুল মজিদ ওরফে রায়হানকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হয়। ধৃতের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ১৪ দিনের পুলিস হেফাজত চায় বসিরহাট থানা। এ বিষয়ে বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে জানা যায় কাজি আব্দুল মাজিদ দফতরে হিসারক্ষকের কাজ করতেন। তার বিরুদ্ধে সরকারি দফতরের টাকা নয়ছয় করার অভিযোগ ওঠায় দফতর তদন্ত করে। তাতে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ মেলে। এরপর স্বাস্থ্য দফতর থেকে মসজিদের নামে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস গত কাল রাতে বারাসাতের কাজিপাড়া এলাকায় বাড়ি থেকে কাজি আব্দুল মজিদকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে কোন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct