নিজস্ব প্রতিবেদক, বারুইপুর, আপনজন: পুজো পার্বণ এলেই জোর করে চাঁদা আদায় করার অভিযোগ ওঠে। এবার মুসলিমদের ঈদুল ফিতর উপলক্ষে একদল ব্যক্তির জোর করে চাাঁদা তোলা ও মারধর করার অভিযোগ উঠল বারুইপুর থানা এলাকায়। এখন রমজান মাস। একমাস রোজা বা উপবাস শেষে আসবে খুশির ঈদ। তার আগেই নেমে এল আতঙ্ক। অভিযোগ, বারইপুরের পদ্মপুকুরের কাজীপাড়ায় কথিত ঈদ কমিটির নামে চাঁদা আদাযে জোরজুলুম করা হয়। স্থানীয় একদল বাসিন্দার অভিযোগ, কিছুদিন আগে পাড়ায় প্রতি বাড়িতে কারও বাড়িতে দশ হাজার টাকা, কারও ১৫ হাজার, কারও পাঁচ হাজার, কারও তিন হাজার টাকা চাঁদার বিল কেটে দেন ক্লাবের ঈদ কমিটির সদস্যরা। সেই টাকা দিতে অস্বীকার করলে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে মারধর করে এক শিক্ষককে। এমনকি ব্যবসায়ীরাও মারধরের হাত থেকে রেহাই পাননি বলে অভিযোগ। চাঁদা না দিলে বাড়ি থেকে তুলে দেওয়ারর হুমকি দেয়া হয় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় মানুষজন থানায় খবর দিলে পুলিশের নিরাপত্তায় বারুইপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। পরে তারা সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ করেন। আক্রান্তদের দাবি, ঈদে আগে তারা খুবই আতঙ্কিত। নিরাপত্তা ও শান্তির লক্ষ্যে তাই প্রশাসনের দ্বারস্থ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct