অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর প্রতিবাদে বিক্ষোভ আদিবাসী যৌথ মঞ্চের। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শতাধিক আদিবাসী পুরুষ ও মহিলা। এদিন প্রথমে যৌথ মঞ্চের তরফে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। গোটা শহর পরিক্রমার পর এই মিছিলটি জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হয়। সেখানেই তীর ধনুক হাতে বিক্ষোভ দেখাতে থাকেন যৌথ মঞ্চে সদস্যরা। মূলত দন্ডি কাণ্ডে যে মূল অভিযুক্ত রয়েছে তাঁর বিরুদ্ধে শাস্তির দাবিতেই এই প্রতিবাদ বলে আন্দোলনকারী তরফে জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে আদিবাসী যৌথ মঞ্চের এক সদস্য জানান, আদিবাসী মহিলাদের দন্ডি কেটে নিয়ে যাবার প্রতিবাদে আজ আমরা ধিক্কার ও প্রতিবাদ মিছিলে শামিল হয়েছি। যিনি এই কান্ড ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আর্জি জানাচ্ছি। এরপরেও যদি তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করা হয়, আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের শামিল হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct