সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গোষ্ঠীর সদস্যাদের ব্যাপক বিক্ষোভ ।এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠল সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগকে সামনে রেখে আজ সকাল থেকে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার প্রায় ২০০ টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো সদস্যা। গোষ্ঠীর সদস্যাদের এই বিক্ষোভে সামিল হয়ে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও স্থানীয় সিপিএম নেতৃত্ব । পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২০০ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলিকে পরিচালনাকারী সংঘের কোষাধ্যক্ষ পদে রয়েছেন পিংকি গরাই। অভিযোগ এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নথিপত্র কৌশলে হাতিয়ে এবং কিছুক্ষেত্রে নকল ও জাল নথি তৈরী করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও স্থানীয় দুটি সিএসপির সহযোগিতায় লক্ষ লক্ষ টাকা ঋণ হিসাবে তুলে নেয় ওই সংঘের কোষাধ্যক্ষ পিংকি গরাই। গোষ্ঠীর সদস্যাদের দাবী পিংকি গরাই সহ ওই ব্যাঙ্ক ম্যানেজার ও দুই সিএসপি কর্তা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রায় ২ কোটি ৮০ লাখ ৮৫ হাজার ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পরই পিংকি গরাই ও অভিযুক্ত দুই সিএসপি কর্মীর শাস্তির দাবীতে আন্দোলনে নামেন গোষ্ঠীর সদস্যারা। মানিকবাজার এলাকায় মিছিল করার পাশাপাশি গোষ্ঠীর সদস্যাদের দাবী তাঁরা কোনোরূপ ঋণ নেননি। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক ম্যানেজার ও সিএসপিগুলির প্রত্যক্ষ মদতে তাঁদের ক্যাশ ক্রেডিট একাউন্ট ব্যবহার করে প্রতিটি গোষ্ঠীর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে গোষ্ঠীগুলির কাঁধে ভুয়ো ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে ওই ঋণের দায় থেকে মুক্তি দেওয়া না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর সদস্যারা। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর দাবী এই কোটি কোটি টাকা তছরুপের ঘটনায় সংঘ কোষাধ্যক্ষ ও ব্যাঙ্ক ম্যানেজার তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অবিলম্বে স্বনির্ভর গোষ্ঠীর এই ঋণ পরিশোধের দাবী জানিয়েছেন সাংসদ। ঘটনায় মানিকবাজার গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবী ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নেমে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বাম ও বিজেপি নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct