জাহেদ মিস্ত্রী, নরেন্দ্রপুর, আপনজন: শিশু পাচার চক্রের হদিস মিললো নরেন্দ্রপুরে । দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ কোরে , জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানালে মহামান্য আদালত তাদেরকে পুলিশ হেফাজত মঞ্জুর করে। এক দম্পতি ২ লক্ষ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ । অভিযুক্ত স্বামী ও স্ত্রী ছাড়াও এই ঘটনায় গ্রেফতার হয়েছে শিশু পাচার চক্রের সাথে জড়িত আরো এক মহিলা। ধৄত দম্পতি রাকেশ শর্মা ও নমিতা ব্যাপারী। এছাড়া এই ঘটনায় যুক্ত পাচারকারী আসমা বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ। রাকেশ ও নমিতা নরেন্দ্রপুর থানা এলাকার কন্দর্পপুরে থাকত । ধৄত আসমা বিবি সোনারপুরের মকরামপুরের বাসিন্দা । পুলিশ সুত্রে জানা গিয়েছে প্রেগনেন্ট থাকা অবস্থাতেই সন্তান বিক্রির বিষয়টি ফাইনাল হয়। ধৄত রাকেশ শর্মা কামালগাজি বাইপাসে একটি দোকানে কাজ করত । হঠাৎই আসমা বিবি এসে এই কাঠের দোকানে রাকেশের উপর চড়াও হয় প্রাপ্য টাকা না পাওয়ায় । তখনই বিষয়টি জানাজানি হয় । দোকানের কর্ণধার রাজেশ মন্ডল এই ঘটনার বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানায় এবং সেইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেই এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিলড্রেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। এই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত, এবং এই চক্রের সাথে আর কারা যুক্ত আছে তা তদন্তের জন্য ধৄতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে, মহামান্য বারুইপুর ফৌজদারি আদালত তাদেরকে ২৪ শে এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct