আপনজন ডেস্ক: চরম অর্থনৈতিক দৈন্যদশার মধ্যেও মিসরে রমজান মাস ঘিরে রয়েছে উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে কায়রোর পশ্চিমাঞ্চলের আল-মাতরিয়ায় এলাকায় অনুষ্ঠিত হলো সর্ববৃহৎ ইফতার আয়োজন। রমজান উপলক্ষে টানা নবম বছরের মতো আয়োজনটি অনুষ্ঠিত হয়। নানা রঙের আলোকসজ্জা, বেলুনসহ রকমারির খাবারের মাধ্যমে সপ্তাহ ধরে এই প্রস্তুতি নেওয়া হয়। প্রতি বছর রমজানের মাসের ১৫তম দিন ইজবেত হামাদা এলাকায় বৃহত্তম এই ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজন ঘিরে সবার মধ্যে বিরাজ করে উৎসবমুখর আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবিগুলো নজর কাড়ে সবার। এবারের ইফতার আয়োজনটি চারটি সড়কে বিস্তৃত হয়ে দীর্ঘ সারিতে রূপ নেয়। তাতে কয়েক হাজার রোজাদার অংশ নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct