আপনজন ডেস্ক: দুয়ারে সরকার ক্যাম্পে বাল্য বিবাহ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল কেশপুরের ধলহারা পাগলিমাতা হাইস্কুলের মাঠে। এদিন ক্যাম্প থেকে কন্যাশ্রী বলিকারা লিফলেট বিতরণ করে। বাল্য বিবাহ সচেতনতা ক্যাম্পটি কেশপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় মুগবাসন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করে। উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ, সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক পিয়ালী কুইলা , বি সি ডাব্লু অফিসার অনন্যা চ্যাটার্জি, বিডিএমও কৌশিক অধিকারী, টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা সেখ মহম্মদ ইমরান সহ অন্যান্যরা। পিয়ালী কুইলা বলেন, আমরা বাল্যবিবাহ রোধ করার জন্য বিভিন্ন ক্যাম্প অনুষ্ঠিত করি। আর দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মানুষের আনাগোনা। তাই এখানে সাধারণ মানুষকে সচেতন করা বেশি যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct