আপনজন ডেস্ক: বিয়ের আসর। আনন্দে আত্মহারা হয়ে একে একে চারটি ফাঁকা গুলি ছুড়লেন ।কনের এই কাজ পাশে বসে উপভোগ করলেন বরও। তবে আনন্দের সে ক্ষণটিকে এভাবে উদ্যাপন করতে গিয়ে ফেঁসে গেলেন নববধূ। শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে সেই নববধূকে খুঁজছে পুলিশ। তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। এদিকে, এমন ঘটনার পর গাঢাকা দিয়ে নববধূ সহ তার স্বামীও। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদ্যাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসঙ্গে দুটিই হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই মহিলা ফাঁকা গুলি ছুড়ছেন। স্থানীয় পুলিশ বলছে, ওই মহিলার বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে মহিলা পালিয়ে বেড়াচ্ছেন। এর আগে ২০১৬ সালে লক্ষ্ণৌর এক আদালতের আদেশে বলা হয়েছিল, পুলিশের কাছে অভিযোগ দায়ের হোক বা না হোক, প্রতিটি উদ্যাপনমূলক গুলি ছোড়ার ঘটনারই তদন্ত হওয়া উচিত। গত সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে বিয়ের আসরের এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। এতে দেখা যায়, বিয়ের আসরে দুজন দুজনের পিঠে ঠেকে দাঁড়িয়ে স্পার্কল গান থেকে গুলি ছোড়ার সময় স্ফুলিঙ্গ কনের মুখে এসে লাগে। তারপর থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বানীয় পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct