জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: পবিত্র ঈদ্ ও বাংলা নববর্ষের প্রাক্কালে দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দিল হাজী মহম্মদ মহসিন ওয়েল ফেয়ার সোসাইটি। হাজী মহম্মদ মহসিনের অর্থানুকূল্যে তৈরি ইমামবাড়া সদর হাসপাতালের সামনে ভূপতি মজুমদার মার্কেট প্রাঙ্গণে জাতি ধর্ম নির্বিশেষে সকল দুঃস্থ মহিলদের হাতে নতুন শাড়ি তুলে দেয় হাজী মহম্মদ মহসিন ওয়েল ফেয়ার সোসাইটি। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর-সদস্যা চন্দ্রিমা সরকার ব্যানার্জী, পৌর-সদস্যা রীতা দত্ত, সমাজ সেবী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct