নকিব উদ্দিন গাজী ও মনজুর আলম, মগরাহাট, আপনজন: ৫০০ রোজাদারদের হাতে ইফতার সামগ্রিক ও নতুন বস্ত্র উপহার তুলে দিলেন মগরাহাটের ধামুয়া মুলটি গ্রামের যুবক রেজাউল সরদার। সোমবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার ধামুয়া মুলটি গ্রামের বছর পঁিচশের যুবক রেজাউল প্রায় সময় মানুষের বিপদে এগিয়ে আসে বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক, দক্ষিণ ২৪পরগনার আইএনটিটিইউসির নেতা শক্তিপদ মন্ডল। ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। রেজাউলের কাজে প্রশংসা করেন মগরাহাট থানার ওসি। রমজান মাসে এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সাধুবাদ জানান। পাশাপাশি ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গায়েন বলেন, সম্প্রীতির বার্তা দিতে রেজাউল যেভাবে নদীর সৃষ্টি করল তা বুঝিয়ে দেয় যে এ বাংলার কোন জাতপাত নিয়ে রাজনীতি হয় না এখানে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে মানুষের পাশে সুখ-দুঃখের সাথী হয়। এটাই বাংলার ঐতিহ্য, কালচার। কিছু মানুষ এই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা করছে কখনো অশুভ শক্তি এই মেলবন্ধনকে ভাঙতে পারবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct