আপনজন ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’তৈরি হচ্ছে কুয়েতে। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ। ২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক। যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার। নির্মাণযজ্ঞ শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফার ৮২৮ মিটার দৈর্ঘের উচ্চতাকে ছাড়িয়ে যাবে টাওয়ারটি। এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশী বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে। অ্যারাবিয়ান বিজনেস।নির্মাণযজ্ঞ শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে বুর্জ মোবারক। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct