নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মালদার রতুয়া ২ নং ব্লকের সম্বলপুরের ইসলামপুরে একই পরিবারের হয়েছে ৫ জন অন্ধ ব্যক্তি। ভিক্ষাবৃত্তি ছাড়া সংসার চলে না তাদের। এহেন পরিস্থিতির খবর জানতে পেরে দুয়ারে প্রশাসনের মাধ্যমে পৌঁছে যান মালদা জেলা শাসক নিতীন সিংহানিয়া। ছিলেন রতুয়া ২ নং ব্লক এ সমস্টি উন্নয়ন আধিকারিক নিশিত কুমার মাহাতো। জেলাশাসক নিজে থেকেই অন্ধ শেখ বাবলুর অসহায়তার কথা শুনেন। প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। মানবিক ভাতাও চালু করে দেন তিনি তৎক্ষণাৎ। অন্ধ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিছু বস্ত্র। আত্মনির্ভরশীল হওয়ার জন্য তুলে দেওয়া হয় কিছু মুরগির ছানা। ছেলে মেয়েদেরকে । সরকার প্রাপ্তসরকার প্রাপ্ত বিষয়টি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি পরিবারের সকলের চোখে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি। জেলাশাসক জানান দুয়ারে মোবাইল ক্যাম্পের মাধ্যমে আজকে আমরা রতুয়ার সম্বলপুর এসেছিলাম। এখানে একটি প্রতিবন্ধী পরিবার আছে। সরকারি সাহায্য যা যা প্রয়োজন আমরা তার ব্যবস্থা করলাম। মালদা আনাচে কানাচে যেখানে অসহায় বা প্রতিবন্ধী পরিবার রয়েছে আমরা সেইসব পরিবারগুলোকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct