আপনজন ডেস্ক: ইব্রাহিমি মসজিদ একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মসজিদ। ইহুদি ও মুসলমান উভয়ের জন্য মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ। ইহুদি উৎসবের কারণে দুই দিন বন্ধ থাকবে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ। ইহুদি উৎসবের কারণে পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল প্রশাসন। মসজিদের পরিচালকের মাধ্যমে জানা যায়, ইসরাইল রোববার মসজিদ কমিটিকে দুই দিনের জন্য মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। খবরটি নিশ্চিত করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। ইহুদিদের নিজস্ব ধর্মীয় উৎসব চলার কারণে এ দুই দিন মুসল্লিদের এ মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল প্রশাসন। মসজিদের পরিচালক ঘাসান আল রজবি বলেন, মুসলমানদের মসজিদে প্রবেশ করতে বাধা দিলেও ইহুদিদের প্রবেশে বাধা দিচ্ছে না ইসরাইল বাহিনী। ঐতিহাসিক এ মসজিদটিতে সোমবার রাত পর্যন্ত নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। মুসল্লিদের প্রবেশে বাধা দিতে মসজিদের সামনে চেকপোস্ট বাসিয়েছে ইহুদিবাদি ইসরাইল। মসজিদটি মুসলিমদের পাশাপাশি ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। কারণ তাদের বিশ্বাস, এখানে সমাহিত করা হয়েছে ইব্রাহিম (আব্রাহাম), ইসহাক ও ইয়াকুব (জ্যাকব) নবীকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct