আপনজন ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক বাজারে ১ শতাংশেরও বেশি দাম কমেছে সোনার। গতকাল প্রতি আউন্সের মূল্য ২ হাজার ডলারের নিচে নেমে যায়। যুক্তরাষ্ট্রে চাকরির বাজারসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরই মূল্যবান ধাতুটির দাম নিম্নমুখী হয়ে ওঠে। স্পট মার্কেটে গতকাল সোনার দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৯২ ডলার ৯৭ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭ ডলার ৮০ সেন্ট। জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান হারিস ভি বলেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি ও ডলারের স্থিতিশীল বিনিময় মূল্য আবারো সুদের হার বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তাদের মুনাফা তুলে নেওয়ার প্রয়াস চালাচ্ছেন। মূলত এ কারণেই সোনার দাম কমেছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct