সুরজীৎ আদক, হাওড়া, আপনজন: বিধানসভা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর গাড়ি!সূত্রের খবর সোমবার কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে বিধায়কের গাড়ি।যার জেরে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।কোন ক্রমে রক্ষা পান বিধায়ক। আইএসএফ হাওড়া জেলা কার্যকারী সম্পাদক ডা.আফতাব মোল্লা জানান এদিন ফুরফুরা শরিফে নিজের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন বিধায়ক।সেই সময়ই কন্টেনারটি আচমকা গতি কমিয়ে দাঁড়িয়ে পড়ে। ফলে অনুমান করতে পারেননি বিধায়কের গাড়ির চালক। আর তাতেই ঘটে এই বিপত্তি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক এবং চালক দু’জনেই সুস্থই রয়েছেন। বিধায়ক অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশে রওনা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct