আপনজন ডেস্ক: সৌদি আরবে প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার মক্কায় মন্ত্রণালয়ের প্রধান কার্যলয়ে তা উদ্বোধন করেন দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ। সৌদি আরবের প্রথম পরীক্ষামূলক এ মডেল মসজিদটি পুরোপুরি প্রযুক্তিনির্ভর সেবা দেবে। আরব নিউজের খবরে বলা হয়, স্মার্ট মসজিদ প্রকল্পের প্রযুক্তিতে আলো ব্যবস্থাপনা, এয়ার কন্ডিশনসহ সব ধরনের সেবা সংযুক্ত করা হয়। ‘তারাসুল’ মোবাইল অ্যাপের মাধ্যমে মসজিদের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। মসজিদের সমস্যা পর্যবেক্ষণ করে তা স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করবে। এদিকে সব ধরনের পরিষেবা দিতে ডিজিটাল পোর্টাল ‘তারাসুল’ উদ্বোধন করা হয়। তা ইসলাম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে মসজিদ, শিক্ষাকেন্দ্রসহ সব দাওয়াহ শাখাকে সংযুক্ত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct