আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অরুণাচল প্রদেশ সফরে ঘোর আপত্তি জানিয়েছে চিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এ সফরসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, জাংনান (অরুণাচল প্রদেশকে চিন এ নামেই ডাকে) চিনের অংশ। ভারতের কোনো সরকারি কর্তার সেখানে যাওয়ার অর্থ চিনের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করা। এ সফর শান্তি ও সীমান্ত পরিস্থিতি অনুকূলে রাখার পক্ষে সহায়ক হবে না। উল্লেখ্য, চিন দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি জানিয়ে আসছে। তারা ওই রাজ্যে ভারতীয় নেতাদের সফরের বিরোধিতাও সব সময় করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিব্বতি ধর্মগুরু দলাই লামার সফরের সময় তীব্র আপত্তি জানিয়েছে। এবার অমিত শাহর প্রথম অরুণাচল সফরের দিনেও একই আপত্তি জানায় চিন।
আপত্তি জানানোর পাশাপাশি চিন অন্যভাবেও তাদের অসন্তোষ প্রকাশ করেছে। অনেক দিন ধরেই তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নতুন নামকরণ করে চলেছে। গত সপ্তাহেও তারা ওই রাজ্যের ১১টি এলাকার চিনা নাম ঘোষণা করে। চিনের আপত্তি উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের সফরে সোমবার অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের জমি কেউ দখল করতে পারবে না। আমাদের আইটিবিপি এবং সেনা জওয়ানদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে আজ গোটা দেশ শান্তিতে ঘুমাতে পেরেছে। তাদের কারণেই কেউ আমাদের উপর খারাপ দৃষ্টি রাখতে পারে না বা আমাদের জমির একটি সুচ বা নখ পরিমাণও দখল করতে পারে না। তিনি বলেন, এলএসি-র কাছাকাছি গ্রামবাসীদের প্রতিরক্ষার প্রথম লাইন হিসাবে বিবেচনা করা হয় এবং কেন্দ্র ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম (ভিভিপি) বাস্তবায়নের মাধ্যমে তাদের বহিষ্কার রোধ করার চেষ্টা করছে। অরুণাচল প্রদেশের ভারতের প্রথম গ্রাম কিবিথুতে তিনি এই কর্মসূচির সূচনা করেন। এই উন্নয়ন-ভিত্তিক কর্মসূচি এলএসির নিকটবর্তী গ্রামগুলিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং সীমান্ত সুরক্ষা জোরদার করবে বলে আশা প্রকাশ করেন। তার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। চিনের নতুন নামকরণ বাস্তবতার বদল ঘটাতে পারবে না। অরুণাচল প্রদেশ চিনের কাছে এতটাই স্পর্শকাতর যে সম্প্রতি সেখানে জি-২০ দেশগুলোর এক সম্মেলনে ৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকলেও চিন অংশ নেয়নি। ওই সম্মেলনের পরই তারা গত সপ্তাহে ১১টি এলাকার নাম বদলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। অমিত শাহ এ সফরে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী লিকাবালি এলাকায় ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) এক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct