আপনজন ডেস্ক: দেশের জনগণের ওপর নজরদারি করতে কেন্দ্রীয় সরকার নতুন এক আড়ি পাতার যন্ত্র কিনছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র পবন খেরা সোমবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বলেন, ইসরাইলের স্পাইওয়্যার ‘পেগাসাস’–এর মতো এই প্রযুক্তির নাম ‘কগনাইট’। ৯৮৬ কোটি টাকা খরচে সরকার এই প্রযুক্তি কিনতে চলেছে। এই প্রযুক্তিও রাজনীতিবিদ, সাংবাদিক, গণতান্ত্রিক ও মানবাধিকার আন্দোলনকর্মী এবং বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ওপর নজরদারি করতে ব্যবহৃত হবে। পবন খেরা এ প্রসঙ্গে আরও বলেন, পেগাসাস খুবই চর্চিত। ওই প্রযুক্তি সরকারের নামও খারাপ করেছে। সরকার তাই নতুন প্রযুক্তির খোঁজে নেমে পড়েছে। সরকার বিরোধীদের ঘৃণা করে, জানা কথা। কিন্তু তারা স্পাইওয়্যারের ব্যবহার নিজেদের লোকজনের ওপরও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম না করে খেরা বলেন, দেশের দুই গুপ্তচর কাউকেই বিশ্বাস করেন না। আইন বা গণমাধ্যম—কাউকেই নয়। সে জন্য তারা করদাতাদের কোটি কোটি টাকা খরচ করে আড়ি পাতার যন্ত্র কিনছেন। মিথ্যার প্রাসাদ তাসের ঘরের মতো ধ্বংস হতে পারে, এই শঙ্কা তাঁদের আছে। সেই ভয়ে তারা ভীত। তাই আড়ি পাতার যন্ত্র কিনছেন। সরকারের কোন মন্ত্রণালয়কে এই যন্ত্র কেনার দায়িত্ব দেওয়া হয়েছে, জানতে চেয়ে কংগ্রেস মুখপাত্র বলেন, পাশাপাশি এই যন্ত্র কিনতে কত খরচ হয়েছে, সরকার তা জানাক। চলতি মাসের গোড়ায় কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছিল। লন্ডনের একটি সংবাদপত্রে এ–সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র জয়রাম রমেশ সেই খবরের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আগের ভোটের সময় মোদি সরকার পেগাসাসের মাধ্যমে নজরদারি চালিয়েছিল। ২০২৪ সালের ভোটের আগে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে। এটা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছিল, পেগাসাস–বিতর্ক যে শূন্যতার সৃষ্টি করেছে, তা পূর্ণ করতে ১০–১২টি সংস্থা উঠেপড়ে লেগেছে। পেগাসাসের মতোই ‘কগনাইট’ ইসরাইলের আরেক প্রযুক্তি সংস্থা। পেগাসাস–বিতর্ক মাথাচাড়া দেওয়ায় সুপ্রিম কোর্ট গত বছর এক তদন্ত কমিটি গঠন করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে সেই কমিটির সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি। কমিটি তার প্রতিবেদনে সে কথা জানিয়েছিল। পেগাসাস–সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উত্তর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খামে পেশ করেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct