এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিজেপিকে নিশানা করে আবারও সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ৩০টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের শুভ সূচনা অনুষ্ঠানের পর নবান্নের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে বিজেপিকে নিশানা করে বলেন, ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন নিয়ে যাবে? বন্দুক নিয়ে ড্যান্স করবে কেন? তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে আরও বলেন, ‘বুলডোজার কেন নিয়ে যাবে? কোন অনুমতিতে? কার অনুমতিতে? ট্রাক্টর কেন নিয়ে যাবে? এগুলো সবকটাই বেআইনি। মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে এদের। বাইরের লোক। এখানকার লোকও নয়।’ তিনি বলেন, ‘এলাকা পুরো শান্ত। সেই এলাকাকে অশান্ত করতে এসেছে কে? ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এটা খায় নাকি মাথায় দেয়? এটা কাঁচালঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, মহিলা কমিশন, চিলড্রেন কমিশন!’ বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘মিডিয়াকে সকালবেলা বলে দেয় এই খবর দেবে না। গণতন্ত্র কোথায়? একটা মানুষ একটা কথা বলতে পারে না!’এদিকে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়ার অশান্তির পর রাজ্যে এসেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। পুলিশ-প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দেওয়া হবে।’ অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ বলেন ‘এই দাঙ্গা কোনও ধর্ম সম্প্রদায়ের লোক করেনি।’ সাম্প্রতিক সহিংসতা বা দাঙ্গা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘দাঙ্গাবাজ কারা? তৃণমূল। দাঙ্গার নেত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দাঙ্গাবাজদের হটাতে হবে।’ অন্যদিকে, অশান্তি এড়াতে হাওড়ায় এখনও ১৪৪ ধারা জারি আছে। তার ফলে বিজেপির ফ্যাক্ট ফিইন্ডিং দলকে ঢুকতে দিল না পুলিশ। তাই পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি নরসিংহ রেড্ডির নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি রাজ্যপালের কাছে জানানো হয়েছে বলে এই কমিটি সূত্র জানিয়েছে। অপরদিকে শিবপুর ও হাওড়া থানার আইসিদের বদলি করা হল। যদিও প্রশাসন সূত্রের খবর এটা রুটিন বদলি। বর্তমানে শিবপুর থানার আইসি ছিলেন অরূপ কুমার রায় এবং হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। অরূপ কুমার রায়কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি’র ইন্সপেক্টর পদে বহাল করা হয়েছে এবং হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর পদে। একইভাবে ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়কে হাওড়ার শিবপুর থানার আইসি পদে আনা হয়েছে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সন্দীপ পাখিরাকে হাওড়া থানার আইসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct