জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: ফের চুঁচুড়ার মানুষকে এক করে দেখালেন বিধায়ক অসিত মজুমদার। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে এক ইফতারের আয়োজন করল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই ইফতারে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের সভাপতি তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিখালির বিধায়িকা অসীমা পাত্র সহ হুগলি চুঁচুড়া পৌরসভা তথা অন্যান্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অসিত মজুমদারের উদ্যোগে আযোজিত এই ইফতার মজলিশে ভিড় ছিল চোখে পড়ার মতো। চুঁচুড়া শহরের সর্বধর্মের মানুষকে একত্রিত করে এক মঞ্চে বসিয়ে দ ইফতার আয়োজন করায় সম্প্রীতি বাতারবরণ তৈরি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct