নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: শনিবার হুগলির খানাকুলের মাইনানে নবাবিয়া মিশন প্রাঙ্গণে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণী ও কিছু দুস্ত মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয়। প্রতিবছরের মতো এ বছরও ইফতারের মাহফিল অনুষ্ঠিত হলো মূলত ছাত্র-ছাত্রীদের নিয়ে ইফতার মাহফিল প্রতিদিনই। রবিবার এদের বাড়ি যাওয়ার দিন। তার পূর্বে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। এই দিন বর্তমান সকল ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী বিন্দু ছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রী দাতা শুভানুধ্যায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাইনান গ্রামবাসী মসজিদের পার্মানেন্ট মুসল্লী সহ প্রায় ১৫শ মানুষ একসঙ্গে ইফতার ও তারাবির পরে দোয়ার মাহফিল হয়। এ দিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন ছাত্র নাসিম খান, সমাজসেবী নুরুলহুদা খান, সমাজসেবী লালটু খান। এছাড়াও বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম গোলদিগরুই বালিপুর শীতলপুর হরিপাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা, খানাকুল থানার এক ঝাঁক পুলিশ প্রশাসন। এদিনের ইফতার মাহফিলকে ঘিরে মিশনে পরিবেশ ছিল চোখে পড়ার মতো। মিশনের সাধারণ সম্পাদক শেখ শহীদ আকবার জানান, এ মাহফিল আমাদের ২২ বছর ধরে চলে আসছে। এই দিনটা থেকেই আমরা বস্ত্র উপহার তুলে দেওয়ার প্রথম দিন রাখি ঈদের আগের দিন পর্যন্ত। এই উপহার এবং আর্থিক সাহায্য বিভিন্ন মানুষ সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে থাকি। এদিন অনুষ্ঠানের দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় দোয়া পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct