সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: একদিকে কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা দিদির সুরক্ষা কবজে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে তৃণমূলের যুব কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষেরা রাজ্য সড়ক অবরোধ করে মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। রাজ্য সড়ক অবরোধও করেন। ফলে উত্তাল হয় মুগবাসান বাজার। অবরোধকারীদের বক্তব্য. গত বন্যার সময় চারজন মন্ত্রী মুগবসান গ্রামে এসে বন্যায় বিধ্বস্ত বাড়িঘর গুলো পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত একটা বাড়িও কেউ পায়নি। তাদের আরো দাবি, তারা ভোট দিয়ে মন্ত্রীকে জেতালেও তাদের পাড়ায় কখনোই আসেন না। আজকে হক্কানিয়া আস্তানায় আসলেও তার গ্রামের মানুষের সাথে দেখা করারও সময় হয়নি মন্ত্রী শিউলি সাহার! মন্ত্রীর সাথে দেখা করতে গেলেও পঞ্চায়েত অফিসে ঢুকতে দেয়নি এমনই অভিযোগ তাদের। অবরোধকারী পিন্টু চৌধুরী মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন এত বড় একটা গ্রামে জল প্রকল্প হলেও একটা কল থেকেও ঠিকঠাক করে জল পড়েনি। স্থানীয় তৃণমূল নেতা শেখ আক্কাস আলী জানান, ৯ কোটি টাকার জল প্রকল্প শুরু হলেও তা স্থানীয় মানুষ এখনো জল পায়নি। মন্ত্রী শিউলি সাহা বলেন, এই বিক্ষোভ সম্পূর্ণ ভাবে সিপিএম, বিজেপি ও কংগ্রেসের যৌথ চক্রান্তে হয়েছে। মুগবসান যুব তৃণমূল সভাপতি সামীম হাসানের দিকে আঙুল তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct