মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহযোগিতায় জনগণের দাবী মেনে বারাসাত-২ নম্বর ব্লকের কীর্ত্তিপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি সব্জী বাজারে সর্বসাধারণের ব্যবহারের জন্য কমিউনিটি টয়লেট এবং পানীয় জলের কলের উদ্বোধন হল রবিবার খড়িবাড়ি বাজারে। এর উদ্বোধন করে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই জনপ্রতিনিধিদের একান্ত কর্তব্য। সেই কথা এবং কাজকে অগ্রাধিকার দিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের মান্যতা দিয়ে বাজারে সর্বসাধারণের জন্য এটি উৎসর্গ করতে পেরে ভালো লাগছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসনকে।তিনি আরও বলেন,ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের জন্য আরও বেশি করে কাজ করতে তিনি বদ্ধপরিকর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিদের মানুষের পাশে থেকে কাজ করার জন্য যে আহ্বান রেখে চলেছেন তাকে মান্যতা দিয়ে বর্তমান সরকারের নেতৃত্বাধীন ব্যক্তিরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। উপস্থিত বাজার করতে আসা রহমান মোল্লা জানান, দীর্ঘদিন বাজারে এলে প্রাকৃতিক কাজকর্ম সারার অসুবিধা হতো।টয়লেট ও পানীয় জলের কল নির্মাণ করার জন্য উপকৃত হব আমরা। স্বপন ঘোষ নামের আর একজন কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের প্রতি। তিনি বলেন, কাজের মানুষ হিসেবে যেভাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে এইরকম কাজের মানুষ সমাজের জন্য আরো বেশি প্রয়োজন। এদিনের এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান আলি,প্রধান রবিউল ইসলাম, সমাজসেবী শাহাবুদ্দিন আলী,হাজী মঈন উদ্দিন আহমেদ, রানা রায়,বাবর হোসেন, মাওলানা মোতালেব আলী, আব্দুল খলিল,বাদল মন্ডল,বিকাশ কর্মকার,সাবির আলী,আল আমিন, হাসান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct