মিথ্যা আদর্শ
সোমা পাল
কখনো একচিলতে মেঘ আকাশের বুকে..,,
অধিকাংশ মিথ্যা আদর্শে ভেসে বেড়ায় !
অনুতাপের আগুনে সূর্যটা রোজ পুড়ে..,,
মানবজাতি, প্রকৃতি সকলকে পোড়ায় !!
একটা দিন সমাপ্তি হয় ঘন নিশীথে...,,
স্বস্তির ইতিহাস গড়ে নীরবতার সন্ধ্যায় !
একে একে কত আলো জ্বালে ঐ আকাশ...,,
বৃক্ষরা ঘাড় নেড়ে বাতায়নে ঘুমায় !!
রাতে নক্ষত্রেরা ক্লান্ত শরীর পেতে...,,
অন্ধকারকে ফিসফিস সুরে ডেকে যায় !
দীর্ঘ অন্যমনস্ক ভাবে হেঁটে যাওয়া চাঁদ...,
অলিগলি আবিস্কার করে ভোরের অপেক্ষায়!!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct