এম মেহেদী সানি, চারঘাট, আপনজন: বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলার চারঘাট হাসপাতাল মোড় থেকে চারঘাট শ্মশান পর্যন্ত অনুষ্ঠিত হল শান্তি ও সম্প্রীতি মিছিল। রবিবার ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। আয়োজকরা জানান, সম্প্রতি শোভাযাত্রার নামে বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভার সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ধর্মের নামে সন্ত্রাস, জনগণের জান মালের ওপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি মিছিলের আয়োজন।এ দিন মিছিলে উপস্থিত ছিলেন স্বরুপনগরের বিধায়ক বীনা মন্ডল, তিনি বক্তব্য রাখতে গিয়ে সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানান। বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ মিছিল থেকে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার জন্য সকলকে তৈরি থাকতে অনুরোধ করেন।বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর চেয়ারম্যান রহমান সরদার জানান ‘বাংলার সম্প্রীতি অটুট রাখতে আমার বদ্ধপরিকর, আমাদের সকলের জোটবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে।’ এ দিনের শান্তি ও সম্প্রীতি মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি, সংখ্যালঘু সেল এর সভাপতি রাজ্জাক মোল্লা, এসি বিলাসবহুল সেলের সভাপতি পনাকি বিশ্বাস, যুব তৃণমূলের সভাপতি নিরুপম রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct