আপনজন ডেস্ক: পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের উপর ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরাইল বাহিনী। এই হামলায় ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ। এই হামলার ঘটনায় ইসরাইলকে হুমকি দিয়েছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও রাষ্ট্রদূত সিনান আল-মাজালি এক বিবৃতিতে বলেছেন, ‘যদি মসজিদ খালি করে দেওয়ার জন্য ইসরাইলি পুলিশ আবারো ইবাদতকারীদের ওপর হামলা চালায়, মসজিদে অনুপ্রবেশের চেষ্টা চালায়, তাহলে বিষয়টি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে এবং সহিংসতার দিকে নিয়ে যাবে, যার জন্য সবাইকে এর চড়া মূল্য দিতে হবে।’ তিনি আরো বলেছেন, ‘এই পবিত্র মাসে যদি আল-আকসা মসজিদে ইসরাইলি অনুপ্রবেশ বন্ধ না হয় এবং ইবাদতকারীদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ না হয়, তাহলে জেরুজালেম এবং ফিলিস্তিনির দখলকৃত অঞ্চলগুলোতে সংঘর্ষ বাড়ার সব দায় ইসরাইলি সরকারকে নিতে হবে।’ জর্ডান এমন হুমকির পর একটি বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানায়, ‘আল-আকসার ভেতর যারা নিজেদের অবরুদ্ধ করে রাখছে, তারা বিপজ্জনক। তারা হামাস এবং অন্যান্য উগ্র দলগুলোর দ্বারা অনুপ্রাণিত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct