জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: অবশেষে টানা পাঁচ দিন পর উঠল কুড়মিদের রেল অবরোধ। পুরুলিয়ার কুস্তাউর স্টেশন থেকে ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মাথা অজিত প্রাসাদ মাহাতো। স্বস্তির হাওয়া রেল যাত্রীদের। প্রসঙ্গত আদিবাসী কুড়মি সমাজ কে আদিবাসী তপসীলি জাতি অন্তর্ভুক্ত করার দাবিতে গত ৫ ই এপ্রিল থেকে আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ চলছিল পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে। পাঁচদিনের এই রেল অবরোধে দুর্ভোগে পড়েছিলেন বহু সাধারণ রেল যাত্রীরা। যাত্রী দুর্ভোগের জেরে শনিবার থেকে এই রেল অবরোধ তুলতে উদ্যোগী হন পুরুলিয়া জেলা প্রশাসন। শনিবার কুড়মিদের নিয়ে একাধিক বার বৈঠক ও করেছিলেন পুরুলিয়া জেলা প্রশাসন। রবিবার সকালে ফের কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসন। সেই বৈঠক থেকে কুড়মিদের রেল অবরোধ তুলতে নানান ভাবে চাপ সৃষ্টি করা হয় বলে দাবি করেন কুড়মি নেতা অজিত বাবু যদিও মাঝ পথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন কুড়মি প্রতিনিধিরা। এর পরই রাজ্য সরকারের তরফে একটি চিঠি কুড়মিদের হাতে তুলে দেওয়া হয়। সেই চিঠিতে রাজ্য সরকার কুড়মিদের বৈঠকের জন্য আহ্বান করা হয়। যদিও সেই চিঠি ফিরিয়ে দেন অজিত প্রাসাদ মাহাতো। অজিত মাহাতো বলেন, যেভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই রেল অবরোধ তুলতে চাপ সৃষ্টি করছিল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একই সঙ্গে পাঁচ দিন ধরে চলা এই রেল অবরোধ প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন আগামী দিনে তাদের জাতি সত্তা নিয়ে যে আন্দোলন রয়েছে তা জারি থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct