এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এগ্রিকালচারাল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে কৃষি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো শনিবার৷ বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউণ্ডেশনের উদ্যোগে উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গা মধুসূদনকাটি সমবায় সমিতির ব্যবস্থাপনায় এদিন কৃষি বিষয়ক সেমিনারের পাশাপাশি এলাকার কৃষকদের সঙ্গে নিয়ে কৃষিক্ষেত্র পরিদর্শন করেন বিশেষজ্ঞরা৷ বিভিন্ন ফসল যেমন পটল, উচ্ছে, ওল, বেগুন, গোলাপ ফুল প্রভৃতি চাষের ক্ষেত্র পরিদর্শন করে চাষীদের সঙ্গে আলোচনা করেন কৃষি বিজ্ঞানীরা। নতুন প্রযুক্তিকে ব্যবহার করে উন্নত ফসল তৈরি, ফলন বাড়ানো এবং জৈব চাষ নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয়। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কৃষি ও মৎস বিজ্ঞানী ড. অর্চন কান্তি দাস। বক্তব্য রাখেন অধ্যাপক ড. বিশ্বপতি সিনহা, অরিন্দম ঘোষ, অধ্যাপিকা পৌলমী সেন প্রমুখ৷ উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লকের কৃষি আধিকারিক সুমিত গুহ, মধুসূদনকাটি সমবায় সমিতির সভাপতি কালিপদ সরকার, মিলন সাহা, দেবাশিষ বিশ্বাস, ‘বেডস’ রাজ্য সভাপতি আমিন ইসলাম, রাজ্য সম্পাদক সাজাহান মণ্ডল, আলফাজ হোসেন, ইউনুস হোসেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct