বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: বারুইপুর ব্লকের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের দমদমা হাই স্কুলে শনিবার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। সেই দুয়ারে সরকারে পরিদর্শনে এসে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার সাংবাদিক বৈঠক করে বলেন, সিপিএম-বিজেপি এক। নতুন করে আবার এসএফআইকে যুক্ত করেছে। তারা মুখে বলছে মাঠে নেমে পড়েছে লড়তে রাজনৈতিক ময়দানে। মানুষের দাবি নিয়ে। সম্পূর্ণ ভুল ওদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে। লড়তে গেলে সংগঠন করার দরকার। এই সংগঠন করার জন্য মানুষ নেই। পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই। শুভেন্দুর পার্টি হয়ে গিয়েছে। অন্য এক বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ‘নারী-বিদ্বেষী’ মন্তব্যের নিন্দা করি বারুইপুর পূর্ব বিধানসভা পক্ষ থেকে ধিক্কার জানাই। একটি অনুষ্ঠানে বিজয়বর্গীয় একটি বিবৃতি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। এরপর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, বিজেপি সাধারণ সম্পাদক মেয়েদের পোশাক পরাকে “অশ্লীল” হিসাবে বিবেচনা করে তার অপছন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা দেখতে “সুর্পনখা”-র মতো। মেয়েদের মায়ের চোখে দেখা দরকার তাকে অসম্মান করা নয়। বিজেপি নেতা হিসেবে ২০২১ সালের বাংলা নির্বাচনে দলের দায়িত্বে ছিলেন তিনি। যেখানে বিজেপি একটি অপমানজনক হারের সম্মুখীন হয়েছিলেন। তখনও তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন মদ্যপ অবস্থায় ছেলে ও মেয়েদের নাচ দেখে তার শান্ত করতে চড় মারতে ইচ্ছে করে। বিজয়বর্গীয় যে মন্তব্য করেছেন, তা বিজেপির ঘৃণ্য মানসিকতাকেই তুলে ধরেছে। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল হক বৈদ্য, বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct