আনেয়ার হোসেন, তমলুক, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রক্তক্ষরণ শুরু হয়ে গেল বিজেপির,খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে,চিঠি দিয়ে দলত্যাগ নন্দীগ্রাম ৪ এর মণ্ডল সভাপতি চন্দ্রকান্ত মণ্ডলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে। কারণ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার খাস তালুকে এই ভাঙনে যথেষ্ট চাপের মুখে পড়তে চলেছে বিজেপি।তমলুক সাংগঠনিক জেলার সভাপতিকে দেওয়া ইস্তফাপত্রে লেখা হয়েছে,’আপনাকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি,আমার মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সাংবিধানিক পদ্ধতি না মেনে মণ্ডল যেভাবে বিভাজন করা হল,তাতে আমার মনে হয় আমার এই পদে আর থাকা ঠিক হবে না।আমার কমিটির সকলেও একই সিদ্ধান্ত নিয়েছে,তাই মহাশয় আমরা সকলে সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি।’শনিবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতিকে ইস্তফাপত্র পাঠিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে,শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিজেপি থেকে গণইস্তফা ঘটনা প্রকাশ্যে আসতেই ঘাম ছুটে গিয়েছে বিজেপির জেলা নেতৃত্বদের। কারণ পঞ্চায়েত নির্বাচন এখন দুয়ারে,সেখানে এমন করে দল বেঁধে দল ছেড়ে দিলে নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে,কেন? বিজেপি ছাড়লেন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে,সূত্রের খবর সরাসরি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন নন্দীগ্রাম মণ্ডল-৪ এর বিজেপি সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং কমিটির একাধিক নেতৃত্ব,স্বয়ং বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।এখানেই যদি এভাবে উইকেট পতন হতে থাকে তাহলে সংগঠন বলে আর কিছু থাকবে না আশঙ্কাপ্রকাশ করছে নেতৃত্বরা। সূত্রের খবর বিজেপি ছাড়ার পর চন্দ্রকান্ত মণ্ডল নিজের দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তাঁর সঙ্গে একাধিক কর্মীরাও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে আরও সংগঠন শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের যা কপালে ভাঁজ ফেলবে শুভেন্দু অধিকারীর বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct