আপনজন ডেস্ক: মুসলিমদের কাছে পৌঁছানোর প্রয়াসে উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চা মাদ্রাসা এবং দরগাহ সহ রাজ্যের মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত ১০০টিরও বেশি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০০ তম মন কি বাত ভাষণের গণ সম্প্রচারের পরিকল্পনা করেছে। সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলি জানান, আমরা ১০০তম মন কি বাতকে একটি ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত করার পরিকল্পনা করছি। আমরা ৫০-৬০টি মাদ্রাসা, ৩০-৩৫টি দরগাহ মুসলিম সম্প্রদায়ের প্রতীকীভাবে সম্পর্কিত ১০০টি স্থানকে টার্গেট করছি, যেখানে মাওলানা (ধর্মীয় পণ্ডিত) এবং সম্প্রদায়ের লোকেরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন। এছাড়া ‘মন কি বাত’-এর উর্দু অনুবাদ ৩০ এপ্রিল এই ১০০টি স্থানে বিলি করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct