ইসরাফিল বৈদ্য, নিউটাউন, আপনজন: কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হল বিধাননগর পৌরনিগম এলাকার ৪ নং ওয়ার্ডে। শুক্রবার, ওয়ার্ডের জগারডাঙ্গাতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি শুভেচ্ছা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন এই রাজ্য সর্ব ধর্ম সম্মন্বয়ের পীঠস্থান। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার তাই সকল ধর্মীয় অনুষ্ঠানে নানা ধর্মের যে মেলবন্ধন লক্ষ্য করা যায় তা অনন্য। অপর মন্ত্রী রথীন ঘোষ বলেন মানুষের মধ্যে ঐক্য, ভাতৃত্বের মেলবন্ধন গড়ে তুলতে এইধরনের সামাজিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস কর্মীরা করে থাকে। ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব সাহিম উদ্দিন সিদ্দিকী অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার পাশাপাশি দোয়ার মাহফিল পরিচালনা করেন। রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রোজা বা সিয়াম সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের মুখ্য আয়োজক সাহনাওয়াজ আলী মন্ডল ডাম্পি ছাড়াও উপস্থিত সকলকে ঈদের অগ্ৰিম শুভেচ্ছা জানান। দাওয়াত এ ইফতারে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, মেয়র কৃষ্ণা চক্রবর্তী, প্রবীর কর,দেবরাজ চক্রবর্তী, আফতাব উদ্দিন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct