এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নার্সিং বিভাগ-এর উদ্যোগে পার্ক সার্কাস ক্যাম্পাসে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির। এ দিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নার্সিং বিভাগের শিক্ষিকা এবং ছাত্রীরা মিলে ওই কর্মসূচির আয়োজন করে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রীদের জন্য আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রহিম গাজী, অধ্যাপক সামিম ফিরদোস, অধ্যাপক জুলফিকার আলী, অধ্যাপক সাইফুল্লা সামিম, অধ্যাপিকা রুকসনা প্রমুখ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ১৭০ জন এই স্বাস্থ্য শিবিরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি নার্সিং বিভাগের ছাত্রীরা বিভিন্ন অসুখ প্রতিরোধের উপরে স্বাস্থ্য সচেতনতার পাঠ দেন। এ দিন বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান নিয়ে নার্সিং বিভাগের বিভাগীয় প্রধান ঊষা মল্লিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এবছর রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’ এর বিশ্ব স্বাস্থ্য দিবসের শ্লোগান ‘হেল্থ ফর অল’ সবার জন্য স্বাস্থ্য পরিষেবা সমান। ধনী-দরিদ্র, গ্রাম-শহর নির্বিশেষে সবাই যেন একই রকম ভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে , সেই বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’ সমাজ এবং মানুষের প্রতি পৌঁছাতে চেয়েছে। এই পরিষেবার মধ্যে দিয়ে সবার স্বাস্থ্য উন্নতি সম্ভব হবে’ বলেও মন্তব্য করেন নার্সিং বিভাগের বিভাগীয় প্রধান ঊষা মল্লিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct