নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এগারো বছর বয়সী এক বালকের। হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জ এলাকায় চুনাভাটি ভিলেজ রোডে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদের চারজনকে জলে ডুবতে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ তিনজনকে উদ্ধার করেন। অংশু গিরি নামের এক বালক নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ডুবুরির সাহায্যে অবশেষে প্রায় দু’ঘন্টা পর উদ্ধার করা হয় তাকে। স্থানীয় বেসরকারি হাসপাতালের নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুর সোয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চুনাভাটির জোড়াপুকুর ঘাট এলাকায়। মৃত অনশু গিরি’র বাড়ি চুনাভাটির নতুনপল্লি এলাকায়। সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সাঁতার না জানার জন্যই ডুবে মৃত্যু হয় ওই বালকের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct