সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: শুক্রবার সন্ধ্যায় সাহিত্য ও সঙ্গীত বিষয়ক সৃজনী বৈঠক অনুষ্ঠিত হয় রাজারহাটে। রাজারহাটের কাজিয়ালপাড়ায় বিপ্লবী নিকুঞ্জ সেন স্মৃতি সাধারণ পাঠাগারে বসে এদিনের বৈঠক। সাহিত্য ও সঙ্গীত বিষয়ক সৃজনী বৈঠক আয়োজন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজারহাট আঞ্চলিক কমিটি। অনুষ্ঠানের ডালি সাজানো হয় আবৃত্তি, অনুগল্প পাঠ, সঙ্গীত ও কথা। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন মহম্মদ মফিজুল ইসলাম, রণজিৎ কুমার মন্ডল, রফিকুল ইসলাম, রবীন বিশ্বাস, প্রদীপ দত্ত, সুব্রত দত্ত, গোপা দত্ত, সমরেন্দ্র চ্যাটার্জি , প্রদীপ চট্টোপাধ্যায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct