আপনজন ডেস্ক: আতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী দুলালী বেগমকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। লাশ গুমে সাহায্য করায় ছেলে সজীব মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। পুলিশ জানিয়েছে, আতিয়ার জুয়া খেলায় আসক্ত ছিলেন। পোশাক কারখানার শ্রমিক স্ত্রী ও ছেলেকে মারধর করে তাদের মাসের বেতনের টাকা নিয়ে যেতেন। দীর্ঘদিন এমন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত রাতে খাবারের সঙ্গে ঘুমের অষুধ মিশিয়ে অচেতন করে স্ত্রী দুলালী। পরে মুখে বিষ ঢেলে দেয়। এ ব্যাপারে পুলিশের তরফে জানানো হয়েছে, ছেলেকে নিয়ে আশুলিয়ার জামগড়ার নিজের বাড়িতে থাকতেন দুলালী-আতিয়ার দম্পতি। তাঁদের গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। কয়েক বছর ধরে কাজকর্ম ছেড়ে জুলা খেলায় আসক্ত হয়ে পড়েন আতিয়ার। পোশাক শ্রমিক স্ত্রী ও ছেলের বেতনের টাকা জোর করে ছিনিয়ে নিয়ে জুয়া খেলতেন তিনি। এমনকি জুয়ার জন্য নিজের ঘর বন্ধক দিতেও চেয়েছিলেন। কদিন আগে জুয়া খেলার টাকার জন্য স্ত্রী দুলালী বেগমকে বেধড়ক মারধর করেন আতিয়ার। দীর্ঘদিনের জমা ক্ষোভ থেকে সেই রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে তাঁকে অচেতন করে দুলালী। পরে হাত-পা বেঁধে আতিয়ারের মুখে বিষ ঢেলে হত্যা করে। পরে পাশের ঘর থেকে ছেলে সজীবকে ডেকে এনে দুজন মরদেহ ফেলে দেয় বাড়ির পাশের খোলা মাঠে। সকালে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে বিষয়গুলো খতিয়ে দেখার পর হত্যাকাণ্ডের তথ্যপ্রমাণ সামনে আসে। তখন মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct