আপনজন ডেস্ক: গত এক যুগে ১২ বার কোচ বদল করেছে চেলসি। দুঃসময় পেছনে ফেলার তাগিদে সবশেষ গ্রাহাম পটারকে ছাঁটাই করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। ভাগ্য ফেরাতে আরেক ‘ব্যর্থ’ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দায়িত্ব দিয়েছে চেলসি। ২০২১ সালে এই ইংলিশ কোচকে চাকরিচ্যুত করেছিল চেলসিই।চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড। মৌসুমের বাকি সময়ে টিম ব্লু’দের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার চেলসির বিবৃতিতে বলা হয়, ‘ফ্র্যাঙ্ককে (ল্যাম্পার্ড) স্ট্যামফোর্ড ব্রিজে ফেরাতে পেরে আমরা আনন্দিত। সে চেলসির একজন কিংবদন্তি ব্যক্তিত্ব।’ চেলসি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ল্যাম্পার্ডের মূল লক্ষ্য হবে লীগে দলটিকে কক্ষপথে ফেরানো। চেলসিকে ‘নিজের ক্লাব’ উল্লেখ করে ল্যাম্পার্ড বলেন, ‘আমি খুব আনন্দিত। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct